শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ১১:৫০ এএম

নগরীতে ১৪টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতর করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর স্টেশন রোড থেকে আটকের পর তার কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে। গ্রেফতার উত্তম সেনের (৩৫) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বারগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।

স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৫৮২ দশমিক ৬৪ গ্রাম বা ২২১ ভরি, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ঢাকায় যাবার উদ্দেশে রেলস্টেশনে যাচ্ছিলেন উত্তম। গতিবিধি সন্দেহজনক দেখে উত্তমকে আটক করে তল্লাশি করে পুলিশ। তার কোমরের বেল্টের নিচে এবং পকেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
উত্তম জানিয়েছেন, স্বর্ণের বারগুলো হাজারি গলির বাণিজ্য নিকেতনের এসএন শিল্পালয় নামে একটি গহনা তৈরির কারখানার মালিক সনজিৎ ধরের। সনজিৎই উত্তমকে দিয়ে বারগুলো ঢাকায় পাঠাচ্ছিলেন। পলাতক সনজিৎকে ধরতে অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন