মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন করে পদোন্নতি, বেতন বেষম্য নিরসনের দাবিতে গত ১৫ নভেম্বর থেকে কর্মচারীদের লাগাতার কর্মবিরতি চলছে। ফলে জেলা রের্কড রুমে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় জমির পরচা নিতে আসা অনেকেই চরম দুর্ভোগে পড়েছে। কর্মচারীদের লাগাতার কর্মবিরতি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে দায়িত্বপ্রাপ্ত রের্কড রক্ষক (আর কে) মানিক মন্ডল জানান।
ভুক্তভোগীরা জানায়, গত ১৫ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারীরা তাদের দাবি দাওয়া পূরণের লক্ষে লাগাতার কর্মবিরতি শুরু করে। এ সময় জমির পরচার জন্য কোনো লোকের আবেদন গ্রহণ করছেন না তারা। অপরদিকে পূর্বের আবেদনকৃত জমির পরচাও প্রস্তুত সরবরাহ করা হচ্ছে না ।
৩য় শ্রেণির কর্মচারীদের দাবি পূরনে কর্মবিরতি দিয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি করা মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল বলে অভিমত আইনজ্ঞ ও সচেতন মহলের। এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মুঠোফোনে ফোন করা হলে রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন