শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুর্যোগের ক্ষতি পোষাতে ৩৬ লাখ টাকার প্রণোদনা

কৃষি উপকরণ পাচ্ছেন কৃষকরা

কমলনগর (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মেঘনার তীব্র জোয়ারে ভেসে যাওয়া ক্ষতিগ্রস্ত লক্ষীপুরের কমলনগর উপজেলার তিন হাজার ১৫০ জন কৃষক ৩৫ লাখ ৯১ হাজার টাকার কৃষি উপকরণ সহায়তা পাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠাতে পুনর্বাসন ও প্রনোদনা কর্মসূচির আওতায় সরকার তাদের এ সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দুই দফার অতিবৃষ্টি ও মেঘনার জলোচ্ছ্বাসে উপজেলায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অধিক ফসল ফলিয়ে এ ক্ষতি পুষিয়ে নিতে দুই হাজার ৫০০ কৃষকের মাঝে ২৬ লাখ ১৯ হাজার ৩৮০ টাকার সহায়তা বিতরণ করা হবে। সহায়তা হিসেবে কৃষকরা গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, মসুর, খেসারি, টমেটো ও মরিচের বীজ এবং ডিএপি ও এমওপি সার রয়েছে।
গমের ক্ষেত্রে প্রতি কৃষক ২০ কেজি বীজ, সরিষার এক কেজি, চীনাবাদামের ১০ কেজি, মসুরের পাঁচ কেজি, খেসারির আট কেজি, সূর্যমুখীর এক কেজি, টমেটোর ৫০ গ্রাম ও মরিচের ক্ষেত্রে ৩০০ গ্রাম বীজ পাবেন। সঙ্গে প্রত্যেক কৃষককে সর্বোচ্চ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা হিসেবে দেয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকতারুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে ও জমিতে অধিক ফলনের লক্ষ্যে কৃষকদের এ সহায়তা দেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন