কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের ৩ দিন পর আলী মল্লিক (১২) নামের এক কিশোরের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কে ডি গোপালপুর নিহতের বাড়ির দক্ষিণ পাশে ঘাঘর নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী কে ডি গোপালপুর গ্রামের আলম মল্লিকের ছেলে। পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় আলী। পরে তার লাশ বাড়ির দক্ষিণ পাশে দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন