ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
পছন্দের তরুণীকে বশে আনতে অপারগতা প্রকাশ করায় গত শুক্রবার সন্ধ্যায় ভালুকা উপজেলার রাজৈ গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে ৭০ বছর বয়স্ক এক কবিরাজ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজৈ গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে হোসেন আলী ওরফে সালামত মুন্সী (৭০) ঘটনার সময় মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার কান্দি গ্রামের শরজুলের ছেলে মাহাবুব পাপ্পু (২৫) ও তার কয়েক বন্ধু মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাহাবুব পাপ্পু ও তার অপর দুই সহযোগীসহ তিনজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হযেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন