বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যুবলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় গত রোববার মাগুরা সদর থানায় মামলা করেছেন হামলায় আহত মো. মারুফ। ওই মামলায় ৪২ জনকে আসামি করা হয়েছে। তবে একই দিনে এক যুবদল কর্মীর ওপর হামলা, জেলা বিএনপির একটি কার্যালয় ভাঙচুর ও বোমা হামলার ঘটনায় কোনো মামলা হয়নি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার হামলায় আহত মো. মারুফ মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাসিন্দা। তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আশরাফুজ্জামান শামীমসহ ৪২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলার অধিকাংশ আসামিই বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতার্মী বলে জানা গেছে।
মামলা হওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে ভুগছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান বলেন, পরিকিল্পিতভাবে সরকারদলীয় নেতাকর্মীরা অস্ত্র নিয়ে শহরে মহড়া দিলেন। যুবদল কর্মী মাহাবুবুর রহমানকে কোপানো হলো, জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটল। আবার আমাদের নামেই তারা মামলা করলো।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, বিএনপির পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন