রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার ভোলাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুক্তি বেগম জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার আরিফুল ও ইসমাইলের সঙ্গে তাদের জমির সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে মুক্তি বেগম তার নিজের জমিতে ঘর নির্মাণ করতে যায়। এ সময় প্রতিপক্ষ আরিফুল, ইসমাইল, হন্নান, ছাহিদ, জুয়েল, সোহেল, শাকিল অহিদ, রিনা বেগমসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মুক্তি বেগমের বাড়িতে ঢুকে ঘর তুলতে বাঁধা প্রদান করে। মুক্তা বেগম এর প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকেরা তাকে কুপিয়ে জখম করে। স্বামী মনির হোসেন ও ছেলে মেহেদী হাসান মুক্তা বেগমকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন মুক্তি বেগম। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন