শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বোয়ালখালীতে মানববন্ধন

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা দারুচ্ছুন্নাত জামেয়া মুজাদ্দেদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জমিয়াতুল মোদার্রেছীন বোয়ালখালীর সমন্বয়ক পীরে ত্বরিকত আল্লামা আলহাজ নুর মোহাম্মদ মুজাদ্দেদী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ পবিত্র ইসলাম, দেশ ও জাতির চির শত্রু। ইসলাম কখনোই সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। একটি স্বার্থান্বেষী মহলের উস্কানিতে উদ্বুদ্ধ হয়ে যারা দেশে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে তারা ইসলামের অনুসারী হতে পারে না। এ সব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে এক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গত বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা জাসদ সভাপতি হাজী মনছফ আলী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, উপাধ্যক্ষ আল্লামা আবুল খায়ের নিজামী, প্রধান মুফাচ্ছির আল্লামা এহসান উল্লাহ, আল্লামা শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক আল্লামা আব্দুল গফুর তালুকদার, সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, অধীর বড়–য়া ও কাজী এমএস এমরান কাদেরী ও প্রভাষক মুহাম্মদ উল্লাহ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন