শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ পরিচয়ে মিজানুর রহমান নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযোগ অস্বীকার করায় তার পরিবার এখন উদ্বিগ্ন। জানা গেছে, গত বুধবার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের নিজ বাড়ি থেকে আইনাল হকের ছেলে মিজানুর রহমানকে শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেমের ও এএসআই শাহ্ আলমের নেতৃত্বে একদল পুলিশ তাকে তুলে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করলে পুলিশ মিজানুরকে আটকের বিষয়টি অস্বীকার করে। পরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থার কাছে খোঁজ করেও মিজানুরের কোন সন্ধান পায়নি পরিবার। এনিয়ে শিবগঞ্জ থানায় গত শুক্রবার দুপুরে একটি সাধারণ ডায়েরি করতে গেলেও তা গ্রহণ করেননি পুলিশ। এ বিষয়ে আইনাল হক জানান, ছেলে মিজানুর রহমান কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তার দাবি- মিজানুরকে পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেয়া হোক। আর সে যদি অপরাধী হয় তাহলে তাকে আদালতে সোপর্দ করা হোক। তবে এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, মিজানুরকে আটকের বিষয়ে তার কিছু জানা নেই। তবে পরিবারের অভিযোগ খতিয়ে দেয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন