বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নীলফামারীতে ‘অর্থনৈতিক অঞ্চল’ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ২:৩৫ পিএম

নীলফামারীতে দ্রুত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবীতে মানববন্ধন হয়েছে ‘নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম’ এর উদ্যোগে।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের শিল্পকলা অডিটোরিয়ামের সামনে এই কর্মসুচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি আবু মুসা মাহমুদুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ।
অন্যান্যের মধ্যে কবি মনি খন্দকার, সাংবাদিক নুর আলম, শিক্ষক আতাউর রহমান একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন এতে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু মুসা মাহমুদুল হক বলেন, সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি ও কাদিখোল ঢেলাপীড় মৌজায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়।
এজন্য জেলা প্রশাসন ১০৬ একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এবং ব্যক্তি মালিকানাধীন ৩৫৭একর জমি অধিগ্রহণের জন্য স্কেচম্যাপ, দাগসুচি ও ধারণকৃত ভিডিও চিত্র সংশ্লিষ্ঠ বিভাগে প্রেরণ করে। কিন্ত প্রকল্প স্থাপনে কোন অগ্রগতি নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন