শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শারীরিক সম্পর্ক নিষিদ্ধ থাকবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

লকডাউন উঠে গেলেও দম্পতিদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ থাকবে ব্রিটেনে। ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নিশ্চিত করে বলেছেন, যারা লকডাউনের অধীনে টায়ার-২ ভুক্ত এলাকায় আলাদাভাবে বসবাস করছেন তাদের মধ্যে ‘সেক্স ব্যান’ বা যৌন সম্পর্ক নিষিদ্ধ থাকবে। তারা শুধু বাসাবাড়ির বাইরে দেখা সাক্ষাত করতে পারবেন। এমনকি স্বামী এক বাড়িতে এবং স্ত্রী যদি কোনো কারণে অন্যবাড়িতে থাকেন, তাহলে তাদের মধ্যেও যৌন সম্পর্ক নিষিদ্ধ থাকবে। তবে লকডাউনের অধীনে টায়ার-১ এর অধীনে যেসব এলাকা আছে, তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। টায়ার-২ভুক্ত এলাকায় একই বাড়িতে যদি স্বামী-স্ত্রী অবস্থান করেন, তাহলে তাদের যৌন মিলনে বাধা দেয়ার কথা বলা হয়নি। এক ভিডিও বার্তায় ম্যাট হ্যানককের কাছে দাম্পত্য সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলে ধরেন সাউদাম্পটনের যুবতী ইলা। এতে ইলা বলেন, আমার বয়ফ্রেন্ড এবং আমার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু আমরা আলাদা আলাদা বাড়িতে অবস্থান করি। কিন্তু আমি নিশ্চিত নই যে, আমাদের ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে। তিনি প্রশ্ন রাখেন, আমরা তো এখন শুধু বাসার বাইরে সাক্ষাত করার অনুমতি পেয়েছি। আমরা কি বাসার ভিতরে একে অন্যের সঙ্গে মিশতে পারবো? প্রশ্ন রাখেন ইলা। এর জবাবে নিয়ম সম্পর্কে ব্যাখ্যা দেন ম্যাট হ্যানকক। তিনি সরকারের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে বলে জানান। তবুও তিনি বলেন, যারা আলাদা আলাদা থাকেন এমন দম্পতি বা প্রেমিক-প্রেমিকার শারীরিক সম্পর্ক বিধিনিষেধের আওতায় রয়েছে। তাই আপনার জন্য কোন নিয়ম প্রযোজ্য সেটা আপনাকেই বুঝে নিতে হবে। যেসব প্রেমিক-প্রেমিকার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে বা স্বামী স্ত্রী আলাদা অবস্থান করছেন তাদের বিষয়টি আমরা বুঝতে পারি। এক্ষেত্রে আমরা নির্দিষ্ট বিধি তৈরি করেছি। সাধারণ নিয়ম অনুযায়ী টায়ার-২ভুক্ত এলাকায় বসবাসকারীরা আউটডোরে ৬ জন মিলিত হতে পারবেন। হতে পারে সেটা কোনো প্রাইভেট বাগানে। কিন্তু বাড়ির ভিতরে আপনি শুধু ওইসব মানুষের সঙ্গেই মিশতে পারবেন, যারা আপনার সঙ্গে বাড়িতেই থাকেন। ডেইলি মেইল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Nurul Amin ২ ডিসেম্বর, ২০২০, ১০:২১ পিএম says : 0
করোনা আসিয়া কতো ঢংগের নিয়ম দেখালো
Total Reply(0)
Md. Abu Raihan ২ ডিসেম্বর, ২০২০, ১০:২১ পিএম says : 0
স্বামী স্ত্রী বন্ধ থাকবে But boyfriend girlfriend go way?
Total Reply(0)
Kamal Rokon ২ ডিসেম্বর, ২০২০, ১০:২২ পিএম says : 0
আমার মতো সিঙ্গেলদের জন্য খুশির খবর
Total Reply(0)
সিয়াম মাহমুদ ২ ডিসেম্বর, ২০২০, ১০:২২ পিএম says : 0
কোন দলিও সমাবেশ হতে দেয়া যাবে না
Total Reply(0)
Eva Khan ২ ডিসেম্বর, ২০২০, ১০:২২ পিএম says : 0
কেনো ভালো লাগে না?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন