শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পটুয়াখালীর গলাচিপায় গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে রুমা বেগম (৩৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রুমা বেগম উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামের আলতাফ রাড়ীর স্ত্রী। গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে গৃহবধূর ছেলে রিফাত (১৬) তার মাকে ঘরে অবস্থিত খাটের ওপর ছটফট করতে দেখে দৌঁড়ে গিয়ে তার বাবা আলতাফ রাড়ীকে জানান। পরে বাড়ির লোকজন রুমা বেগমকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মনিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
সমাজসেবার সেমিনার
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : মুজিব বর্ষে সমাজ কল্যাণ নিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গতকাল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফলতা বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রশিদ খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়্যারম্যান মো. জিয়া হায়দার খান লিটন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন