শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাতের আঁধারে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লার বুড়িচংয়ে সীমানা বিরোধকে কেন্দ্র করে রাতের অন্ধকারে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুড়িচং থানায় পৃথক দুইটি সাধারণ ডায়রি হয়েছে। ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মো. আ: রশিদ কর্তৃক বুড়িচং থানায় লিপিবদ্ধ করা সাধারণ ডায়রি মোতাবেক জানা যায়, বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের জরইন ও পূর্ণমতি অংশে গত ২৬ নভেম্বর সকালে রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মোস্তফা ওই ইউনিয়নের সকল মেম্বার ও সুধীজনদের নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজাপুর জরইন ও রাজাপুর পূর্ণমতি সীমানা প্রাচীরদ্বয়ের স্থাপন ও উদ্ভোবন করেন। কিন্তু, রাতের অন্ধকারে পার্শ্ববর্তী সদর ইউনিয়নের কতিপয় লোকজন সংঘবদ্ধ হয়ে ওই সীমানা প্রাচীর দুইটি ভেঙে ফেলে। যদি ও সীমানা প্রাচীরের ব্যাপক অংশ মাটির নিচে পুতে স্থাপন করা হয়েছিল। এই বিষয়ে গত ২৮ নভেম্বর জিডি নং ১১৫০ ও ২৯ নভেম্বর জিডি নং ১১৯২ মর্মে বুড়িচং থানায় পৃথক দুইটি জিডি লিপিবদ্ধ করা হয়েছে। রাতের অন্ধকারে এভাবে সীমানা প্রাচীর দুইটি ভেঙে ফেলায় দুই ইউনিয়নের সচেতন জনগণের মাঝে টান টান উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
গতকাল এক বিবৃতিতে রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা সীমানা প্রাচীর ভাঙচুরের বিষয়টি সুরাহাকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন