বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার অভিযোগে ২ জন মাদ্রাসা ছাত্র গ্রেফতার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১১:৪৩ এএম

কুষ্টিয়ার শাপলা চত্ত্বরে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আজ রোববার এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।

জেলা পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু'জনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।

উল্লেখ্য,গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে(শাপলা চত্বর) বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
selim reza ৬ ডিসেম্বর, ২০২০, ২:৪৪ পিএম says : 2
ওদের ফাসি চাই,
Total Reply(0)
মোঃ দুলাল মিয়া ৬ ডিসেম্বর, ২০২০, ২:৫৮ পিএম says : 0
গাড়ি ছবি আছে দেখা গেল এত বড় গাড়ি কামরাতে দেখা যাওয়ার পর ও গাড়ি কোথায় গেল পায় নাই গাড়ির ভিতরে মাদ্রাসার ছাত্র কেমরা কি করে দেখলে (এইটা একটা চালাকি)তাই গাড়ি না পাওয়া পর্যন্ত এই ছাত্রদের কিছু না করতে অনুরোধ করিতেছি।
Total Reply(0)
ডালিম ৬ ডিসেম্বর, ২০২০, ৬:৫৪ পিএম says : 0
এদের মত কিছু মানুষের জন্য মাদ্রাসা ছাত্রদের দুর্ণাম হয়
Total Reply(0)
কাওসার ৬ ডিসেম্বর, ২০২০, ৬:৫৪ পিএম says : 0
এরা নিজেদের ক্ষতির পাশাপাশি মাদ্রাসার সম্মানও নষ্ট করেছে
Total Reply(0)
নওরিন ৬ ডিসেম্বর, ২০২০, ৬:৫৫ পিএম says : 0
তাদের কঠোর শাস্তি হোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন