শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ডাকাত দলের ৪ সদস্য জনতার হাতে আটক

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বামনা উপজেলার ঢুষখালী গ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেন তারা। পরে বামনা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারা। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি ও একটি এলইডি টিভি মনিটর উদ্ধার করে পুলিশ। জানা যায়, ডাকাতরা গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে ঢুষখালী গ্রামের এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিলে স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধরে ফেলে। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন-ঢুষখালী গ্রামের লালু ওরফে নাদের মোল্লার ছেলে সগির মোল্লা (৪৫), একই গ্রামের সাহেব আলীর ছেলে রুমান (২২), ল²ীপুর জেলার রায়পুর গ্রামের মো. মুনসুরের ছেলে মো. মনির (২৮) ও পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাধঘাট এলাকার মো. মানিকের ছেলে আল-আমীন (২৪)। বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ও জনতা মিলে ওই আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে মামলা নিয়ে বরগুনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন