শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরালে পাহারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ৩:৫১ পিএম

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব ম্যুরালের সুরক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার ঘটনার পর থেকে মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সুরক্ষায় মাঠে নামে পুলিশ। সোমবার নগরীর হালিশহর বড়পোল মোড়ে স্থাপিত ‘বজ্রকণ্ঠ ভাস্কর্য’ ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ঘিরে পুলিশকে টহল দিতে দেখা গেছে।
নগরীর জামাল খান সড়কে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত ম্যুরালের নিরপত্তায়ও পুলিশ সতর্ক রয়েছে। নগর পুলিশের কর্মকর্তারা জানান, যেকোন ধরনের নাশকতা রোধে সাদা পোশাকে নজরদারিও বাড়ানো হয়েছে।
সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, জামালখান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পুরাতন রেল স্টেশন প্রাঙ্গণসহ যেসব স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মনুমেন্ট রয়েছে-সেখানে পুলিশী টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সব থানার ওসিদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন