শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাফেজ চাঁন সওদাগরকে সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৪নং হাতিভাঙ্গা ইউনিয়েনের পূর্ব আমখাওয়া গ্রামের অসহায় দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী কুরআনে হাফেজ চাঁন সওদাগর চরম কষ্টে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করছেন। মাত্র ৪ বছর বয়সে গুটি বসন্ত রোগে দৃষ্টিশক্তি হারান। তারপর সরকারি অন্ধ বিদ্যালয় থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। পারিবারিক অনটনের কারণে আর লেখাপড়া হয়নি। প্রাতিষ্ঠানিক শিক্ষা না হলেও তিনি ব্রেইল পদ্ধতিতে পবিত্র কুরআন হেফজ করেন। এরপর তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির পাঠ্যবইসহ বিভিন্ন ধর্মীয় বই লিখে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন আগে তার ব্যবহৃত ব্রেইল রাইটার মেশিনটি নষ্ট হয়ে যায়। এতে করে তার রোজগার বন্ধ হয়ে যায়। তাই তার স্ত্রী শিরিনা বেগম বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
শিরিনা বেগম,
সঞ্চয়ী হিসাব নং ৬৯৪৯,
ইসলামী ব্যাংক লি. জামালপুর শাখা।
মোবাইল ০১৭৬১৫৮৬৭৯১।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন