শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মস্তকবিহীন লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিল্লাল হোসেন (৪৫) নামের এক জনের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত বিল্লাল কলতাপাড়া গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে। মিনেরটেক বাজারে বিল্লাল হোসেন মদি দোকানদারি করতো।
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, গতকাল সোমবার সকালে মীরেরটেক এলাকায় ঝোপের ভেতর একটি মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মস্তক উদ্ধার ও হত্যার কারণসহ আসামিদের ধরতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন