শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সোনারগাঁওয়ে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন চরপাড়া এলাকায় গত রোববার গভীর রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ৫ জনকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ডাকাতির শিকার আলমগীরের ছেলে আরিফ জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে গত রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল প্রথমে মাওলানা নজরুলের বাড়িতে হানা দেয়। পরে আলমগীর ও নুরুর ঘরে প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণলঙ্কার, মোবাইলসেটসহ প্রয়োজনীয় ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। যাওয়ার পথে ওই গ্রামের লোকজন তাদের আটকের চেষ্টা করলে ডাকাতরা আলমগীর ছেলে আরিফ ও শরীফকে এবং নুরু মিয়ার ছেলে মফিজুলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন