শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হিলি সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকার ভারতীয় বিভিন্ন প্রকার কাপড় জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার ভোরে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩,৮৬৪ পিচ মূল্যবান শাড়ী, ৫৪০ মিটার থান কাপড়, ২০ টি থ্রি-পিচ উদ্ধার করে। বিজিবি ৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ভোর রাতে ওই এলাকা দিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ী কাপড় বাংলাদেশ অভ্যন্তরে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল ধরন্দা আদর্শ ক্লাব সংলগ্ন জনৈক আনসারের গুদামে অভিযান চালায়। এ সময় ওই গুদামের ভিতর থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩০টি কাপড়ের গাইট আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিন টহল দল অভিযান চালিয়ে কাপড় গুলো উদ্ধার করে। তবে কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। পরে ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা সিজার মূল্যে হিলি কাষ্টমস শুল্ক গুদামে জমা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন