মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শাহজাদপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত আরো ৯ জন শনাক্ত

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সিরাগঞ্জের শাহজাদপুরের চরকৈজুরী গ্রামে আরো ৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে চিকিৎসকরা শনাক্ত করেছে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ববার সকালে আক্রান্তদের বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন তারা মিয়া (৩০), লালচাদ (২০), জলি খাতুন (৪৬), মায়া খাতুন (৪০), ফরিদা খাতুন (৩০), মোজাফ্ফর হোসেন (৩০), হাসি খাতুন(২৭), হামিদা খাতুন (৬০) ও শাহীন (১০)। এ নিয়ে এ গ্রামে এখন পর্যন্ত ২২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া ঘেছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জনের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, জানা গেছে, গত ৮ আগস্ট শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের দেলবার হোসেনের পুত্র নজরুল ইসলাম তার খামারের একটি ষাঁড় গরু অসুস্থ হয়ে পড়লে গরু জবাই করে বিক্রি করে দেয়। এর দুই সপ্তাহ পর থেকে ষাঁড়টির মাংস কাটা ও রান্নার কাজের সাথে জড়িতদের শরীরের বিভিন্ন অংশে চুলকানি শুরু হয়। গত (১৮ আগস্ট) ৯ জনকে অ্যানথ্রাক্স রোগী হিসেবে শনাক্ত করা হয়। এর মধ্যে ৬ জনকে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরও গবাদি পশুর শরীরে অ্যানথ্রাক্স ভ্যাকসিন দেয়ার পাশাপাশি শুরু করেছেন জনসচেতনতামূলক নানা কর্মসূচি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন