বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ২:১০ পিএম | আপডেট : ৪:০৮ পিএম, ৮ ডিসেম্বর, ২০২০

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে নাজির উদ্দিন (২৮) ও রবিউল ইসলাম (২৬) নামে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিজিবি জানায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিল নাজির, রবিউল ও তাদের সঙ্গীরা।

এসময় ভারতের ফুলবাড়ি সীমান্তের বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আহত হয় তারা।

সঙ্গীরা আহত অবস্থায় ত্দের উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত আসে। পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনেই মারা যায়।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদ এর ছেলে নাজির উদ্দিন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজেব বিএসএফর গুলিতে দুই বাংলাদেশী নিহতের কথা স্বীকার করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ময়না তদন্তের জন্য লাশ দুটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রতিবাদ করে বিএসএফ'র কাছে বার্তা পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
sadman ৮ ডিসেম্বর, ২০২০, ২:৫৩ পিএম says : 0
এ কেমন বন্ধুত্ব? যে জীবন্ত মানুষকে গুলি করে মরতে হবে, বন্ধু নামক দেশের হাতে তোদের হাতে অনেক রক্ত। এক দিন তোরা হিসাব দিবি, মনে রাখিস বিএসএফ, তোরা পাকিস্তানীদের সাথে পারিস না তাই বাংলা এ‍্যাটাক।
Total Reply(0)
Tareq Sabur ৮ ডিসেম্বর, ২০২০, ৬:২৬ পিএম says : 0
বিজিবির চাইতে বিসএফ কোনভাবেই খারাপ না। বিসএফ অন্যদেশের লোক মারে আর বিজিবি নিজ দেশের লোক মারে আর মানব পাচারে সহায়তা করে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন