বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৪:৫৮ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) শরণখোলা। বুধবার দুপুর ১২ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পিএফজি’র সমন্বয়কারী ইসমাইল হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা। বক্তারা ধর্মের নামে রাজনীতি বন্ধ, বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাংচুরের মদদ দাতাদের বিচার এবং মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এরআগে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) সদস্যদের নিয়ে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়কারী ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংএ বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণন সম্পাদক মোল্লা ইসাহাক আলী, উপজেলা আওয়ামালীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা সাব্বির আহম্মেদ মুক্তা, জালাল আহম্মেদ রুমি, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন