বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বৈশাখী টেলিভিশনে বিজয় দিবসের আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আয়োজন করেছে গান, সিনেমা, নাটকসহ নানা অনুষ্ঠান। এরমধ্যে গানের অনুষ্ঠান দেশের গান জন্মভূমি, বৈশাখীর সকালের গান, মিউজিক এ্যালবাম, শুধু সিনেমার গান, সিনেমা সিপাহী এবং বীর সৈনিক অন্যতম। ১৬ ডিসেম্বর সকাল ৭.৪৫ মিনিটে মামুন আব্দুল­াহর প্রযোজনায় প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। সকাল ৮.২৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী । থাকছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘সিঁদুর’ প্রচার হবে রাত ১১.০০টায়। মো. আশিকুর রহমানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিশা, সজল, কে এস ফিরোজ প্রমুখ। বিজয় দিবসে বৈশাখী টিভিতে প্রচার হবে দেশ চেতনার ওপর নির্মিত দুটি সিনেমা। সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, আনোয়ার হোসেন অভিনীত ‘সিপাহী’। ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ পরিচালিত। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে মান্না, মৌসুমী, সাথী, হুমায়ুন ফরীদি অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বীর সৈনিক’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন