বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অবশেষে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সম্মত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৫:৪৮ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে জারিকৃত বাধ্যবাধকতা কাটিয়ে অবশেষে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণে সম্মত হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া । নিউজিল্যান্ডের ভ্রমণ পিপাসুরা অক্টোবর থেকেই অস্ট্রেলিয়ার অনেক রাজ্যে ভ্রমণ করা শুরু করেছেন। -বিবিসি, দ্য স্ট্রেইটস টাইম
দু’দেশের মধ্যে চুক্তির পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানান, আগামী বছর থেকে তার দেশের সকল পর্যটক কোয়ারেন্টাইনে না থেকেই ভ্রমণ করতে পারবেন অস্ট্রেলিয়ার যে কোন স্থান। দ্য স্ট্রেইটস টাইম তার এক প্রতিবেদনে জানায়, নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম দেশ, যারা মহামারীর প্রাথমিক অবস্থা থেকেই কঠোর লকডাউনের মাধ্যমে নিজেদের সংক্রমণমুক্ত রাখতে সক্ষম হয়েছে। জেসিন্ডা এক সংবাদ সম্মেলনে বলেন, ভ্রমণ নিরাপদ করার জন্য বিমান ও যাতায়াতের সব ব্যবস্থা জীবাণুমুক্ত রাখাসহ আমাদের নিষ্ঠার সাথে অনেক কাজ করতে হবে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন