পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
‘মাদককে না বলুন, শিশু শিক্ষাকে হ্যাঁ বলুন’ এই সেøাগানকে সামনে রেখে পার্বতীপুর শহরের প্রগতি চিলড্রেন কেয়ার স্কুল এন্ড ক্লাবের সামনের রাস্তায় চলছে চার চারটি মদের দোকান। পথ চলতে অভিভাবক ও সচেতন মানুষদের প্রতিনিয়ত বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এর প্রতিবাদে গতকাল সোমবার সকালে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী আর ক্লাবের সদস্যরা স্কুলের সামনে উত্তরা সিনেমা হল রোডে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রগতি সংঘের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর কাউন্সিলর মঞ্জুরুল হক মঞ্জু, অধ্যাপক মোরতোজা আলী শাহ, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী, সাজেদুর রহমান, আক্তার হোসেন, নীলকান্ত মহন্ত ও বিদ্যালয়ের অধ্যক্ষ তারেক হোসেন। প্রগতি সংঘের সভাপতি আনোয়ারুল হক বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এতিহ্যবাহী এই ক্লাব ও স্কুলের সামনে ৪টি মদের দোকান দিন রাত মদ বিক্রি করে থাকে। সেই সাথে রয়েছে বেশ কয়েকটি গাঁজার স্পট। সকাল বেলা বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা প্রতিনিয়ত বিব্রত অবস্থায় পড়ছেন মদের দোকানগুলোর সামনে অবস্থানরত মাদকসেবীদের কারণে। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে মদের দোকান উচ্ছেদ করা না হলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই গুঁড়িয়ে দিতে বাধ্য হবে মদের দোকানগুলোকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন