শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল-এ হেলেন কেলার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক-এর সহযোগিতায় ভারতের নাট্যসংগঠন ‘থিয়েটার শাইন’ আয়োজিত ডানকুনি থিয়েটার ফেস্টিভ্যাল ২০২০-২০২১-এর ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল পর্বে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের মনোড্রামা হেলেন কেলার। উৎসবের ভার্চুয়াল পর্বের উদ্বোধনী দিনে আজ বাংলাদেশ সময় রাত ৮:৩০ মি. (ভারত সময় রাত ৮:০০ মি.) ‘থিয়েটার শাইন’-এর ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে প্রদর্শিত হবে হেলেন কেলার। হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ব্যতিক্রমী প্রযোজনা ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে অভিনয় করেন জুয়েনা শবনম এবং প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে রয়েছেন শাখাওয়াত শ্যামল। বিশ্বের ৮টি দেশের প্রযোজনা সমন্বয়ে আয়োজন করা হয়েছে এ ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল পর্বটি। এতে বাংলাদেশ থেকে স্বপ্নদলের হেলেন কেলার ও জাগরণী থিয়েটারের ‘জনকের মৃত্যু নেই’ এবং ইংল্যান্ড, রাশিয়া, কোরিয়া, পাকিস্তান, স্পেন, ফ্রান্স ও ভারতের একটি করে নাট্যপ্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ‘হেলেন কেলার’ নাটকটি দেশে এবং দেশের বাইরে ২০১৮-এ জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে, ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত ‘পূবের নাট্যগাথা’ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮, ভারতের রবীন্দ্রনগর নাট্যায়ূধ আয়োজিত 'ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২০'-এ প্রদর্শনীসহ এ পর্যন্ত ৩০টি সফল মঞ্চ-প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে ‘হেলেন কেলার’ কুয়েতের বিশ্বখ্যাত একটি নাট্যোৎসবে মঞ্চায়নের জন্যও আমন্ত্রিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন