গতকাল শনিবার সকালে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেখানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, ৬ ডিসেম্বর থেকে হাম রুবেলা ক্যাম্পেইন শুরুর কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে সেটি সম্ভব হয়নি। তাদের আন্দোলন স্থগিতের কারণে গতকাল ১৯ ডিসেম্বর থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন