শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শাহজালালে ২৫০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। 

খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল। আধুনিক যন্ত্রপাতির সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করেন তারা। গতকাল সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বোমাটি পাওয়া যায়। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এমন তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, পরে বোমাটি ধ্বংস করার জন্য সতর্কতার সাথে নিরাপদ স্থানে নিয়ে যায় ডিসপোজাল দল। বোমা বিশেষজ্ঞদের ধারণা, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া আগের বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে গত ৯ ও ১৪ ডিসেম্বর শাহজালালে আরও দুটি ২৫০ কেজি ওজনের জিপি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন