হাটহাজারী পৌরসভা এলাকা থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেয়ার নগর এলাকার মেখল ঘোনা থেকে এটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক নুর এ হাবিব ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন। এটি উদ্ধারের পর পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাটহাজারী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মেঘনা এলাকার একটি বাগান থেকে শেলটি উদ্ধার করা হয়। এটি উদ্ধারের পর হাটহাজারী মডেল থানায় নিয়ে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন