গাংনী উপজেলার গোপালনগর গ্রাম থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। আজ সোমবার সকাল ১০টার দিকে গোপালনগর বাজারের একটি পাকুড়গাছের পাশ থেকে লাল কস্টেপ দিয়ে জড়ানো বোমাটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
স্থানীয়রা জানান,সকালে বাজারের দোকান খুলতেই একটি বোমা পড়ে থাকতে দেখে কয়েকজন দোকানদার। এ সময় পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল বোমাটি পানি ভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান,কোনো চক্র নাশকতার লক্ষে বোমাটি ওই স্থানে রেখেছিল। তবে ঘটনার সাথে জড়িতদের আটক করতে চেষ্টা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন