মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ভূমি অফিসে আগুন লেগে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসিল্যান্ডের কক্ষে এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। তবে নথির পাশাপাশি আগুনে পুড়ে গেছে একটি ল্যাপটপ,ফ্যান, জানালার পর্দা, একটি ফোন,টিভি,প্রয়োজনিয় কাগজপত্র। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি । আগুন নিয়ন্ত্রণে আনে নৈশ প্রহরী। শ্রীনগর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে দেখে চলে যায়।
ভূমি অফিসের নৈশপ্রহরী মাসুদ বলেন, একজন আমাকে দেখাচ্ছে এসিলেন স্যার এর রুমে ধুঁয়া। আজ রবিবার সকাল ৮ টায় স্যারের দরজা খুলে দেখি আগুন লেগেছে। পরে আমি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত এসি থেকে হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আহমেদ সব্বির সাজ্জাদ বলেন, অফিস থেকে আমাকে আগুনের খবর সকাল ৮ টা ১০ মিনিটে জানানো হয়। আপনাদেরকে বিস্তারিত একটু পরে জানাবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন