মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের আ.লীগের মেয়র প্রার্থী বিগত পৌর নির্বাচনের নৌকার কান্ডারী ও উপজেলা আ.লীগের সদস্য আবু নাঈম মো.বাশার মাস্ক বিতরণ করেছেন। সিংগাইর পৌর সভার ৯টি ওয়ার্ডের ৬,৬১১টি পরিবারের মাঝে ১বক্স করে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন এ প্রার্থী।
গতকাল রোববার সকাল ১১টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের মোকলেছুর রহমানের বাড়ি থেকে এ মাস্ক বিতরণ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, পৌর আ.লীগের সভাপতি মো.আব্দুস ছালাম খান, পৌরসভা ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি মঈছাল, সাংগঠনিক উজ্জ্বল হোসেন, আ.লীগ নেতা দেওয়ান আক্তার মাস্টার, মো. পলাশ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ হোসেন লিটন, ওয়ার্ল্ড মেরিটাইম ফেডারেশনের দক্ষিন এশিয় দূত মেরিন ইঞ্জি. মো. কামরুল হাসান খান, পৌর এলাকার কাশিমনগর যুব ক্লাব সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন