ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফরিদপুরের উপজেলার প্রায় ১০টি গ্রাম। ফরিদপুর উপজেলার আলীয়াবাদ, গেরদা, অম্বিকাপুর, কৈজুরী, পৌরসভার শোভারামপুর ও সালথা ও মধুখালী উপজেলার কয়েকটি গ্রাম। বেশিরভাগ পরিবারের ঘরবাড়ি ও বড় বড় গাছ ভেঙে পড়ে গেছে। অনেকের ঘরের কোনো সন্ধানও পাওয়া যায়নি। ঝড়ের সময় বাখুন্ডা এলাকায় অবস্থিত জোবাইদা করিম জুটে মিলও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযোগ গেরদা ইউনিয়নের গ্রামগুলো নিখুরদি, ধুলদি, মঙ্গলকোট, শোভারামপুর, সাদীপুর, অম্বিকাপুর, কোমরপুর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু টিভি মিডিয়ার সাংবাদিকরা আমাদের বিধ্বস্ত বাড়ি ঘরের খবর কভারেজ না করে দিনভর জোবাইদা করিম জুট মিলের খবর প্রচার করে। ওই জুট মিলের চাইতে অধিক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। কিন্তু কোনো টিভি চ্যানেল আমাদের গ্রামের ক্ষতিগ্রস্ত অবস্থার কোন খবর প্রচার করেনি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, জোবাইদা করিম জুট মিল কর্তৃপক্ষ তাদের ইন্স্যুরেন্স পাওয়ার জন্য টিভি চ্যানেলকে ম্যানেজ করে দিনভর তাদের খবর প্রচার করার ব্যবস্থা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন