রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামে ঝাড়ো হাওয়ায় দরিদ্র দিনমজুর নাসির হাওলাদারের বসতঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং টানা বর্ষণে পানি বৃদ্ধি ও বিষখালি ভাঙনে মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামের সালাম, শরীফ ও ওহাব হাওলাদারের বসতঘর বিষখালির ভাঙনে বিলীন হয়ে গেছে। জানা গেছে, উপজেলার আরুয়া গ্রামের স্কুল সংলগ্ন একটি ব্রিজ পানির অতিরিক্ত ¯্রােতে ভেঙে গেছে, উপজেলার বিভিন্ন স্থানে একাধিক কাঁচা বসতঘর, গাছপালা, বৈদ্যুতিক তার, আগাম রোপা আমন-বীজতলা ব্যাপক ক্ষতি হয়েছে ও উপজেলার বিভিন্ন স্থানের ঘেরের মাছ ভেসে গেছে। এদিকে উপজেলার পালট গ্রামের শাহ আলমের স্ত্রী তাসলিমা বেগমের রাতে মুরগির ঘর ডুবে ১১টি এবং বড়ইয়া গ্রামের আমজেদ আলীর মেয়ে পারভীর বেগমের ১৯ মুরগি মারা গেছে। বিষখালি নদীর তীরবর্তী মানকি ও দক্ষিণ বড়ইয়া গ্রামের বেড়িবাঁধসহ ফসলি জমি ও ইটের রাস্তা বিলীন হয়ে গেছে। এছাড়া বিষখালি নদী তীরবর্তী ও নি¤œাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। বাড়িঘর হারানো মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই না থাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন