পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুরের জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। গত সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুন্নবী রাশেদ। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন চন্দ্র সাহা, সহ-সভাপতি আনোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ প্রধানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১৯ আগস্ট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান সিরাজ রিজুর ওপর অতর্কিত হামলার ঘটনায় মেহেদি হাসান রনিকে দায়ী করা হয়। এর আগে উপজেলা ছাত্রলীগ পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা শেষে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন