নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
পিরোজপুরের নাজিরপুরে এতিমখানার ছাত্রদের খাবারের জন্য গোডাউনে রক্ষিত মালামাল লুট করার অভিযোগে পুলিশ এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের পরিচালক বাদি হয়ে ওই শিক্ষকসহ ১৫ জনকে আসামি করে সোমবার রাতে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার সকালে ওই শিক্ষককে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মৃত মনসুর আহম্মেদের ছেলে আলহাজ মাওলানা সুলতান আহম্মেদ ১৯৯৭ সালে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে বায়তুশ শরফ এতিমখানা ও ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে। সেখানে ৪০ জন এতিম আবাসিক ছাত্রসহ তিন শতাধিক ছাত্র লেখাপড়া করে আসছে। মাদ্রাসা প্রতিষ্ঠাকাল থেকেই স্থানীয় আবদুল্লাহ বাহাদুরের ছেলে উপজেলা কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মুরতাজা (৪০) মাদ্রাসা প্রতিষ্ঠান বিরোধিতাসহ নানা ষড়যন্ত্র করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট রাত ১০টার দিকে ওই শিক্ষক ১৪-১৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মাদ্রাসা ভবনের দক্ষিণ পাশের দেয়াল ভেঙে মাদ্রাসা কম্পাউন্ডে প্রবেশ করে মাদ্রাসা ভবনের সামনে টিনের ঘরের বেড়া ভেঙে ঘরে এতিম ছাত্রদের খাবারের জন্য রক্ষিত আনুমানিক ৩৫ মণ চাল, ২ টিন তেল, ২০ কেজি ডাল, ২০ কেজি পিঁয়াজ-রসুনসহ ৫৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তখন মাদ্রাসার আবাসিক ছাত্ররা বাধা দিলে সন্ত্রাসীরা মাদ্রাসাছাত্রদের মারধর করাসহ ভয়ভীতি দেখিয়ে উক্ত মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় সন্ত্রাসীরা মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ভেঙে ১৫ হাজার টাকার ক্ষতি করে। মামলার তদন্তকারী অফিসার বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অনুপ কুমার ম-ল বলেন, মামলা রুজুর পর অভিযান চালিয়ে মূল আসামি হাসান মুরতাজাকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারসহ মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন