রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারে সংবাদ সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার কমিটির আহবায়ক দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে দাউদকান্দি পরিষদ হল রুমে এক সংবাদ সম্মেলন ও উপজেলা প্রাঙ্গনে এ মানববন্ধন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন বলেন, দাউদকান্দি বাজার পুরাতন ফেরিঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ৪ মার্চ ভাষণ দেন। এ কারণে এ জায়গার নাম রাখা হয় বঙ্গবন্ধু মঞ্চ। পরে ২৫ শতক জায়গায় দ্বিতল ভবনটি নাম মাত্র দামে তথাকথিত নিলামে এ কে এম শামছুলক ও বিলকিস মোশাররফ নিয়ে নেয়। তিনি আরও বলেন, ইতোপূর্বে এ জায়গাটি উদ্ধারের জন্য আন্দোলন ধর্মঘট ঘেরাও কর্মসূচি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এজন্য দাউদকান্দি বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের জন্য আমরা দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, শাহদাৎ হোসেন, মো. শহিদ সরকার, রাজিব মোল্লা, নাজমুল হাসান, আবু মুছা, যুবলীগ নেতা হেলাল মাহমুদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন