রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বঙ্গবন্ধুপ্রেমিক কৃষক আব্দুল কাদিরকে সম্মাননা

ঈশ্বরগঞ্জ (মযমনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজের চাষ করা ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা সেই কৃষক আব্দুল কাদিরকে স্থানীয় এমপি ফখরুল ইমাম ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। জানা যায়, যে নিজ ফসলের মাঠে জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলেন কৃষক আব্দুল কাদির। দেশের টানে স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিব শতবর্ষ এঁকেছেন তিনি।
বঙ্গবন্ধুর প্রতি এমন ভালোবাসার স্বীকৃতি হিসেবে সেই কৃষক আব্দুল কাদিরকে স্থানীয় এমপি ফখরুল ইমাম ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, থানার ওসি আব্দুল কাদের মিয়া, আঠারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আলম রূপক, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা, তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন