রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শেখ মুজিবের জীবনী নিয়ে ৪৬ বই

রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার অদম্য বাংলাদেশ কর্নারে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে বিভিন্ন লেখকের বিভিন্ন নামে ৪৬টি বই সংযোজন করা হয়েছে। রানীশংকৈল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের একান্ত প্রচেষ্টায় এ বইগুলো সংরক্ষণ করা হয়েছে অদম্য বাংলাদেশ কর্নারে। গত সোমবার সকাল ১১টায় এই সংযোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, রানীশংকৈল কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রশান্ত বসাক প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই বইগুলো সকলের জন্য উন্মুক্ত করা হলো বঙ্গবন্ধুর জীবনী নিয়ে যারা জানতে চায় তাদের জন্য। তারা এই অদম্য বাংলাদেশ কর্নারে এসে বইগুলোর পড়বেন এবং অনেক কিছু শিক্ষা অর্জন করবেন বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন