ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু ঐতিহাসিক ও সংস্কৃতিগত নয় এটি রক্তসম্পর্ক। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর অদূরে সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী অর্ধশতাধিক ভারতীয় সৈনিকের আত্মত্যাগের স্মৃতিরক্ষায় নির্মিত ভাস্কর্য ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ উদ্বোধনকালে একথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সীতাকুন্ডের সংসদ সদস্য দিদারুল আলমকে সাথে নিয়ে তিনি ভাস্কর্যের ফলক উন্মোচন করেন। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
এ সময় ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী সংগীতা দোরাইস্বামী, ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি দীপ্তি আলংঘাট, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ করা হয়।
বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, আমার বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন পাইলট হিসেবে। তার সন্তান হিসেবে আমি গর্বিত। বাংলাদেশ-ভারত মৈত্রী চিরঞ্জীব হবে উল্লেখ করে তিনি বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাংলাদেশের স্পিরিট। বাংলাদেশের জন্য তার আত্মত্যাগ এদেশের জনগণ ভুলতে পারবে না। অনুষ্ঠানে নমস্কার, আদাব এবং আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে বক্তব্য শুরু করেন ভারতীয় হাইকমিশনার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন