শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষের ঘটনায় নিহত ১ আহত ৮ আটক ২

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে তাস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত ফরিদ (২৫) নামে ১ যুবক নিহত হয়েছে। এই ঘটনায় তার তাস খেলার সঙ্গী ফুলবাড়ী স্টেশন পাড়ার সাগর ও একই এলাকার রনি ইসলামকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সকাল ৬টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ হোসেনের মৃত্যু হয়। নিহত ফরিদ হোসেন বিরামপুর উপজেলার জোয়ালকামড়া গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে। জানা যায়, নিহত ফরিদ গত মঙ্গলবার সন্ধ্যায় স্টেশন এলাকার এলএসডি গোডাউনের পাশে একই এলাকার আব্দুল হালিমের ছেলে রনি ইসলাম, বাবু মিয়ার ছেলে সাগর, মিনু মিয়ার ছেলে শাহীন, বাবলু মিয়ার সফিকুল ও হায়দার আলীর ছেলে সুমনসহ তাস খেলছিল। এ সময় তাস খেলাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারীর সৃষ্টি হয়। একপর্যায়ে ফরিদ গুরুতর আহত হলে সে বাড়িতে ফিরে এসে প্রাথমিক চিকিৎসা নেয়ার পরও শারীরিক উন্নতি না হলে গত বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার সকাল ৬টায় তার মৃত্যু হয়।
এদিকে, ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হওয়ার ঘটনায় উভয়পক্ষের ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ী থানায় এই মামলা দায়ের করা হয়। জানা যায়, জমিজমা বিরোধের জের ধরে গত শুক্রবার সকাল ৭টায় পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় উভয়পক্ষের ৮ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় শুক্রবার দিবাগত রাতে মহেশপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে ১টি মামলা দায়ের করেন। একই ঘটনায় অপরপক্ষের চকসাহাবাজপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে সিদ্দিকুর রহমান সাগর বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থানা পুলিশ আসামিদের ধরার জন্য অভিযান শুরু করলে আসামিরা সকলেই গা ঢাকা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন