মধুপুর (টাংগাইল) উপজেলা সংবাদদাতা : মধুপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় ৮৩০জন জেলেদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার মধুপুর অডিটিরিয়ামে ইউএনও রমেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে জেলেদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক খাদ্য মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান কোরবান আলী বিএসসি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন