নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে ঠিকাদারের অনিয়ম-দুর্নীতি ও নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে উদ্বোধনের আগেই ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের নিরাপত্তা (সীমানা) প্রাচীর ধসে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে উপজেলা বহু কাক্সিক্ষত ফায়ার সার্ভিস স্টেশন। গতকাল রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বহু কাক্সিক্ষত রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের নিরাপত্তা প্রাচীর পুরোপুরি ধসে পড়েছে। টানা বৃষ্টির পানিতে ধুয়ে নেমে গেছে বালু। তবে ফায়ার সার্ভিস স্টেশনের বা সংশ্লিষ্ট কাউকেই সেখানে পাওয়া যায়নি। বর্তমানে একে তো প্রাচীর ভাঙা অন্যদিকে সামনের প্রধান ফটকও খোলা থাকায় অরক্ষিত অবস্থায় রয়েছে উপজেলাবাসীর বহু প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশনটি। একাধিক স্থানীয়দের অভিযোগ করে জানান, ঠিকাদার অনিয়ম-দুর্নীতি করে নি¤œমানের নির্মাণসামগ্রী দিয়ে নিরাপত্তা প্রাচীর নির্মাণ করায় বৃষ্টির পানিতে উত্তর পাশের প্রাচীরটি পুরোপুরি ধসে পাশের খাদের পানির মধ্যে পড়ে গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ঠিকাদারের মতামত পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলে উপজেলা এলজিইডির প্রকৌশলী লুৎফর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১১৬৬৭৭৭৯) বন্ধ পাওয়ায় তার মতামত পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন