শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে ১৩ ঘণ্টার ব্যবধানে অর্ধগলিত নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রহল্লাদপুর ইউনিয়নের নিকধিপুর গ্রামের লোহাগাছিয়া সড়কের পাশে আকাশমনি বাগানে পথচারীরা একটি কালো রঙের লাগেজ পড়ে থাকতে দেখে। লাগেজ থেকে লম্বা চুল বের হয়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ লাগেজের ভেতরে অর্ধগলিত অজ্ঞাত মহিলার (২৯) লাশ দেখতে পায়। এদিকে গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সবুজবাগ এলাকার জঙ্গলের পাশে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের (২৬) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে এলাকার লোকজন ওই কালভার্টের পাশে মাছ ধরতে গিয়ে পানিতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গামছা দিয়ে হাত-পা বাঁধা ওই লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, লাশ দু’টি ভিন্ন জেলার এবং তাদের পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে গোপন করার জন্য শ্রীপুরের নির্জন দু’টি স্থানে ফেলে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন