শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মানসুরার চিকিৎসায় সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

চাঁদপুর জেলার হাজীগঞ্জের শ্রীপুর গ্রামের গৃহিনী মানসুরা বেগমের সংসার ভালোই চলছিলো। চল্লিশ বছর বয়সের মানসুরা, স্বামী-সন্তান ও আত্মীয়স্বজন নিয়ে সুখের সংসার তার। তার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে ছোট পদে চাকরি করেন। ছেলেমেয়েরা মাদরাসায় লেখাপড়া করছে। হঠাৎ করেই তার সংসারে নেমে আসে অন্ধকার। অসুস্থ হয়ে পড়েন মানসুরা বেগম। স্বামী মনসুর আহামেদ স্ত্রীকে নিয়ে যান হাসপাতালে। চাঁদপুরের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন মানসুরা হার্ট ও কিডনী রোগে ভুগছেন। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রæত ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে রিং পড়ানো ও কিডনীর চিকিৎসা করানো দরকার। এতে ব্যয় হবে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা। কিন্তু স্বল্প আয়ের পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব না। তাই দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তির নিকট চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কমনা করছে মানসুরার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মনসুর আহামেদ
সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০২৪৯৬৬০৪
অগ্রণী ব্যাংক, হাটখোলা রোড শাখা, ঢাকা।
মোবাইল : ০১৮৫৮৫৬২৯৮৬

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন