টাঙ্গাইল জেলা সংবাদদাতা
টাঙ্গাইলের কালিহাতী থেকে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’র দুই সক্রিয় সদস্যকে বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই সহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার এলেঙ্গা বাস স্ট্যান্ড ও বল্লভবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাক্ষনবাড়ি গ্রামের ছামাদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া (২৬) ও বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনীর জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ (২৪)। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্য মতে বল্লভবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আতোয়ারের বাসার ভারাটিয়া অপর জেএমবি সদস্য মো. আবু সাইদকে গ্রেফতার করা হয়। এসময় তার কক্ষ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, একটি চাপাতি, বোমা তৈরির বর্ণনা সম্বলিত একটি খাতা ও জিহাদী বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নেতা গোপালপুরের মোসলেম সাংগঠনিক নাম সোহেল বলে জানিয়েছে তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন