শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাঠ ফেটে চৌচির দুশ্চিন্তায় কৃষক

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা

নওগাঁ জেলার সাপাহার ও পোরশা দুই উপজেলায় বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল দেখা দিয়েছে। আর সে কারণে আমন ধান চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কায় কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছে। বর্ষার পর হঠাৎ করে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি ছেড়ে যাওয়ায় বরেন্দ্র অঞ্চল সাপাহারে আমন ধানের ক্ষেতগুলো শুকিয়ে মাটিতে ফাটলের সৃষ্টি হয়েছে কোথাও কোথাও ধান গাছ পানির অভাবে লালচে বর্ণ ধারণ করেছে। আর দু-এক সপ্তাহ এলাকায় বৃষ্টি না হলে অধিকাংশ মাঠের ধান মাঠেই শুকিয়ে মরে যাবে বলে এলাকার অভিজ্ঞ কৃষকগণ জানিয়েছেন। ইতোমধ্যে আমন চাষাবাদের এই সংকট মুহূর্তে উপজেলার কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের লোকবল সম্পূরক সেচের মাধ্যমে মাঠের মধ্যে অবস্থিত গভির নলকূপগুলো চালু করে কৃষকদের সেচ সহযোগিতা করে চলেছেন। অন্য দিকে বৃষ্টির পানি নির্ভর মাঠের আমন ক্ষেতগুলো একেবারেই শুকিয়ে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। অনেকেই যার যার সুবিধানুযায়ী অতিরিক্ত অর্থ খরচ করে আশপাশের পুকুর-ডোবা হতে নিজ নিজ জমিতে সেচ দিয়ে ধান গাছগুলোকে কোন রকমে বাঁচিয়ে রেখেছে। অনেকেই ধান রোপণের পরে বৃষ্টির অভাবে ক্ষেতে এখনও সার প্রয়োগ করতে পারেনি। এ বিষয়ে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানান, তার লোকজন সাধ্যানুযায়ী কৃষকদের পাশে থেকে সম্পূরক সেচে তাদের সহযোগিতা করে চলেছেন। তবে সাপাহার-পোরশা এ দুই উপজেলা বৃষ্টির পানি নির্ভর এলাকা হওয়ায় মাঠের অবস্থা খুবই খারাপ, আগামী দু-চার দিনের মধ্যে বৃষ্টি না হলে এই দুই উপজেলার মাঠের ধান উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া এ বছর আমন ধান চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন