শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সড়ক মুখে গেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় জনসাধারণের চলাচলরত সড়কের মুখ বন্ধ এবং ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে আবারো হাজী আব্দুল মালেক ইসলামিয়া ডিগ্রি কলেজের গেট নির্মাণের চেষ্টা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মিস্ত্রি দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী তা প্রতিহত করে। পরে এ ঘটনার প্রতিবাদে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজপথে নেমে দুই ঘণ্টা মানববন্ধন করে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ। এসময় কলেজ কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর মধ্যে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা বন্ধ করে গেট নির্মাণ করা হলে এলাকাবাসীর যাতায়াত, এমনকি দু’টি কবরস্থানে লাশ দাফনও বাধাগ্রস্ত হবে বলে এলাকাবাসী দাবি করেন। এ ঘটনায় স্থায়ীভাবে অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় কলেজসংলগ্ন এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তার পরিবর্তে কলেজের নিজস্ব জমিতে গেট নির্মাণের দাবি জানান। এদিকে, এলাকাবাসীর দাবি উপেক্ষা করে গতকাল বুধবার সকালে কলেজ কর্তৃপক্ষ গেট নির্মাণ করতে গেলে বাধার মুখে পড়ে। সকাল ১০টার দিকে তারা কলেজ অধ্যক্ষ দেলোয়ারা বেগমকে গেটে অবরুদ্ধ করেন। একপর্যায়ে কলেজের শিক্ষক অধ্যাপক আরিফুজ্জামান অপুসহ অন্য শিক্ষকরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তবে কলেজ অধ্যক্ষ দেলোয়ারা বেগম বলেন, জেলা পরিষদের ফান্ডে তারা সেখানে শুধুমাত্র কলেজের গেট নির্মাণ করছেন, রাস্তা বন্ধ করছেন না। তবে পরীক্ষার সময় গেট বন্ধ রাখা হয় বলে স্বীকার করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন