শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আশাশুনিতে কর্মচারী পরিষদের স্মারকলিপি

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

আশাশুনিতে বাংলাদেশ বেসরসকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ স্মারকলিপি প্রদান করা হয়।

তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১২তম এবং পর্যায়ক্রমে ১০ম গ্রেডে উন্নীত করা, শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মচারী পরিষদের সভাপতি আজমল হুসাইন, সাধারণ সম্পাদক ইয়াছিন আলিসহ পরিষদের সদস্যবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা স্মারকলিপি গ্রহণ শেষে যথাসময়ে প্রধাননমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন